ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

৪ দিনে ৩ ঘণ্টা বাড়লো বইমেলার সময়

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
৪ দিনে ৩ ঘণ্টা বাড়লো বইমেলার সময় ছবি : আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: ঝড় বৃষ্টিতে বুধবারের মেলা পণ্ড হওয়ায় প্রকাশকদের দাবির পরিপ্রিক্ষিতে মেলার সময় বাড়িয়েছে বাংলা একাডেমি। তবে দিন নয়, বাকি চার দিনে সাকুল্যে দু’দিন আধাঘণ্টা ও দু’দিন একঘণ্টা করে মোট তিন ঘণ্টা বাড়ানো হয়েছে।



বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানান বাংলা একাডেমির পরিচালক ও মেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ।

তিনি জানান, ছুটির দু’দিন শুক্র-শনিবার মেলা শুরু হবে আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ১০টায়। চলবে রাত ৮টা পর্যন্তই। আর রোববার ও সোমবার মেলা শুরু হবে একঘণ্টা আগে দুপুর ২টায়, চলবে যথারীতি রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আইএ/এএ

** দুর্যোগ কাটিয়ে অনেকটা স্বাভাবিক মেলা
** মন খারাপের বইমেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।