ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

ছবিতে বইমেলার শেষ শিশুপ্রহর

ছবি: দিপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, লেখা: নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ছবিতে বইমেলার শেষ শিশুপ্রহর ছবি: দীপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: বইমেলার শেষ শিশুপ্রহরটি একটু আলাদাই ছিল। ঘোরাফেরা-আবদার আর বায়নার সঙ্গে কেনাকাটাও ছিল জমজমাট।

এদিন মনের আনন্দে বই কিনে ঘরে ফেরে শিশুরা।



স্টলে স্টলে খুঁজে খুঁজে বই দেখা, পছন্দ করা, যেন ইচ্ছে স্বাধীন শিশুরা!



কারো কারো আবার বই দেখেই পড়তে দাঁড়িয়ে যাওয়া। যেন এক নিঃশ্বাসেই শেষ করবে বইয়ের সব পাঠ্য।



বাবা-মার হাত ধরে ঘুরে বেড়ানো, আবার ফাঁক পেলে যে ভো-দৌড় শিশুরা দেয়নি তা কিন্তু নয়। মেলার বড় পরিসর বলে কথা, তা কাজে লাগিয়ে দৌড়ানোর মজা তো নিতেই হবে সোনামনিদের।



বই কিনে ঘরে ফেরা শিশুদের। এবার পড়ার পালা, যে পাঠ্যাভাস গড়ে তুলবে তাদের ভবিষ্যৎ।



বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আইএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।