ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

জিয়া হাশানের অনুবাদে হারুকি মুরাকামির উপন্যাস

সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জিয়া হাশানের অনুবাদে হারুকি মুরাকামির উপন্যাস

বইমেলা থেকে: বইমেলায় প্রকাশিত হলো হারুকি মুরাকামির হিয়ার দ্যা উইন্ড সিঙ্গস-এর বাংলা অনুবাদ ‘শোনো বাতাসের সুর’। বইটি অনুবাদ করেছেন গল্পকার জিয়া হাশান।

বই হিসেবে প্রকাশের আগে উপন্যাসটি বাংলানিউজের পঞ্চম বর্ষপূতির বিশেষ আয়োজনে প্রথমবার প্রকাশিত হয়।

এটি লেখকের সপ্তম বই। আগের বইগুলোর বেশিরভাগই তার মৌলিক রচনা। নিজের লেখা গল্প ও শিশু-কিশোরদের বই। তবে এটি ছাড়াও রয়েছে তার আরেকটি অনুবাদ বই মো ইয়ানের উপন্যাস ‘বাঁক বদল’। প্রকাশ করে শুদ্ধস্বর।

সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহ্যের ২৫৮-২৬০ নম্বর স্টলে নতুন প্রকাশিত অনুবাদ বইটি পাওয়া যাবে। বিনিময় মূল্য ১৬০ টাকা।

জিয়া হাশান বলেন, বইটি মূলত বাংলানিউজের অনুরোধে অনুবাদ করা হয়েছিল। ছাপাও হয় বাংলানিউজের একটি বিশেষ আয়োজনে। পরে আরও কিছু পরিমার্জনা করে বইমেলায় প্রকাশ করা হলো। বইমেলাতেই বই হিসেবে প্রকাশ করা প্রসঙ্গে তিনি বলেন, মেলার সময় বই প্রকাশ করার ব্যাপারে প্রকাশকরা ব্যাপক আগ্রহ দেখায় তাই মেলার সময়ে প্রকাশ করা।
 
বইটির পৃষ্ঠা সংখ্যা ১১১। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। শোনো বাতাসের সুরসহ ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে ভিজিট করুন rokomari.com-এ। অথবা কল করুন 16297 নম্বরে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।