ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

‘রবীন্দ্র-ভাষাচিন্তার অভিধান’ নিয়ে গ্রন্থমেলায় মাইনুল ইসলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
‘রবীন্দ্র-ভাষাচিন্তার অভিধান’ নিয়ে গ্রন্থমেলায় মাইনুল ইসলাম ‘রবীন্দ্র-ভাষাচিন্তার অভিধান’ নিয়ে গ্রন্থমেলায় মাইনুল ইসলাম

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে মাইনুল ইসলামের সংকলন ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘রবীন্দ্র-ভাষাচিন্তার অভিধান’।

রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ ভাষাতাত্ত্বিক আলোচনাকে বিষয়ভিত্তিক ভুক্তিতে বিন্যাস্ত করে সাজানো হয়েছে ব্যতিক্রমী এ অভিধানটি।

সম্পাদকের মতে, ভাষাবিজ্ঞানের উৎকর্ষের এ যুগে এসেও ভাষাবিষয়ক নানা প্রশ্ন ও জটিলতায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ নিই।

এমন প্রয়োজনে যাতে পাঠক সহজেই রবীন্দ্রনাথের কাছে পৌঁছাতে পারেন, তারই একটি প্রয়াস এ অভিধান।

ভাষা, ব্যাকরণ কিংবা ভাষাতত্ত্ব বিষয়ক কোনো নির্দিষ্ট বিষয়ে রবীন্দ্রনাথ কী বলেছেন, তা সহজেই জানা যাবে অভিধানের সংশ্লিষ্ট ভুক্তি থেকে। অভিধানে গৃহীত রবীন্দ্রনাথের প্রতিটি উক্তির উৎস নির্দেশ করা হয়েছে।
অন্য অভিধানের মতো এর ভুক্তি বর্ণানুক্রমে সজ্জিত।

অভিধানটি পাওয়া যাবে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শোভা প্রকাশের স্টলে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য: ২০০ টাকা।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।