ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

নাটোরে পাঁচ দিনব্যাপী একুশে বই মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
নাটোরে পাঁচ দিনব্যাপী একুশে বই মেলা শুরু নাটোরে পাঁচ দিনব্যাপী একুশে বই মেলা শুরু-ছবি: বাংলানিউজ

নাটোর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে পাঁচ দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কানাইখালী মাঠে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান।

পরে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভ‍ূঁঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাব হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির যৌথ উদ্যোগে এ বই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ছোট-বড় মিলে ৩৫টি স্টল স্থান পেয়েছে।

এর আগে বিকেল ৩টার দিকে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির উদ্যোগে কানাইখালী মাঠে শিশুদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।