ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

নোয়াখালীতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
নোয়াখালীতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু নোয়াখালীতে পাঁচ দিনব্যাপী একুশের বইমেলা শুরু-ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ।

এসময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মাহে আলম, এনডিসি মো. বরমান হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক, এমদাদ হোসেন কৈশর ও মুক্তিযোদ্ধা জিএস আবুল কাশেম প্রমুখ।

মেলায় ৩০টি বইয়ের স্টলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্মিলিত বইয়ের স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।