ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় হেলাল উদ্দিনের ‘সাফল্যের পথে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
মেলায় হেলাল উদ্দিনের ‘সাফল্যের পথে’ সাফল্যের পথে

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও চিকিৎসক মুহাম্মদ হেলাল উদ্দিনের ‘সাফল্যের পথে’। 

বিশ্ব ইতিহাসের কালজয়ী মনীষীদের সফলতার জীবন কাহিনী নিয়ে লেখা বইটি প্রকাশ করেছে ‘ঝিনুক প্রকাশনী’।

বই হেলাল উদ্দিন জানান, সাফল্যের পথে বইটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি অনুপ্রেরণামূলক রচনা।

বইটি পাঠ করলে একজন ছাত্র, জীবনে ভালো কিছু করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ‘ঝিনুক প্রকাশনী’র ৫৮৪-৫৮৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

হেলাল উদ্দিন সম্প্রতি NCDcener.com নামে একটি বাংলা ভাষায় মেডিকেল বিশ্বকোষ চালু করেন। সাধারণের মধ্যে চিকিৎসা সংক্রান্ত সচেতনতা বাড়াতে ও চিকিৎসকদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতেই এই কার্যক্রম। এছাড়া লেখকের রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘বিশ্বময় বাংলা ভাষা’।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।