ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

ছড়ায় ছড়ায় মুক্তিযুদ্ধে গণহত্যার আঞ্চলিক ইতিহাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ছড়ায় ছড়ায় মুক্তিযুদ্ধে গণহত্যার আঞ্চলিক ইতিহাস লুৎফুর রহমানের গ্রন্থ ‘লাল সবুজের ছড়া’

ঢাকা: একুশে গ্রন্থমেলায় এসেছে অঞ্চলভিত্তিক গণহত্যা নিয়ে ছড়ার বই ‘লাল সবুজের ছড়া’। বাংলা ছড়া সাহিত্যে অঞ্চলভিত্তিক গণহত্যার প্রথম এ গ্রন্থটি লিখেছেন ছড়াকার লুৎফুর রহমান।

সিলেট বিভাগের গণহত্যা নিয়ে রচিত ‘লাল সবুজের ছড়া’ বইতে ছড়ায় ছড়ায় গণহত্যার ইতিহাস তুলে ধরেছেন তিনি। মোট ছড়া আছে ১৪২টি।

বইটি প্রকাশ করেছেন সমছুল-করিমা ফাউন্ডেশনের নির্বাহী, প্রবাসী কবি- সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ভূমিকা লিখেছেন লুৎফর রহমান রিটন। বইটির শেষাংশে সিলেট বিভাগের মুক্তিযুদ্ধের তৃণমূল স্মৃতিচিহ্ন প্রকাশ করা হয়েছে।

বইটি মেলায় লিটলম্যাগ চত্বরে এবং ৫৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া সিলেটে জসিম বুক হাউস এবং অনলাইনে রকমারি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে।

বইয়ের ভূমিকায় লুৎফর রহমান রিটন লিখেছেন ‘মুক্তিযুদ্ধকালে সংগঠিত অঞ্চলভিত্তিক গণহত্যার ইতিহাস ছড়ায় ছড়ায় রচনার ক্ষেত্রে প্রথম প্রয়াস এই বই। আমাদের ছড়াসাহিত্যে নতুন এ উদ্যোগের প্রথম অভিযাত্রী হিসেবে লুৎফুরকে অভিনন্দিত করি অকুণ্ঠ চিত্তে। অনুজপ্রতীম ছড়াবন্ধু লুৎফুর রহমানের জন্যে তিন উল্লাস। ’

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।