ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

এবারও মেলায় কবিতার জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এবারও মেলায় কবিতার জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার। গত ২৮ দিনে এবারের মেলায় সবচেয়ে বেশি বই প্রকাশ হয়েছে কবিতার। বিগত বছরগুলোতেও এই চিত্র দেখা গেছে।

বাংলা একাডেমির পরিচালক (জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ) অপরেশ কুমার ব্যানার্জী জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলায় এ পর্যন্ত মোট বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৬৪৬টি।
 
এগুলোর মধ্যে কবিতার বই ১ হাজার ১২২টি।

তার প্রায় অর্ধেকে রয়েছে, গল্পের বই ৫২০টি, উপন্যাস ৫৭৬টি, প্রবন্ধ ১৬৮টি, গবেষণাধর্মী ৮৭টি, ছড়ার ১১৭টি, শিশুতোষ ১১৮টি, জীবনী ৭১টি, রচনাবলী ৭টি ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৯৭টি।

এছাড়া নাটকের ১৭টি, বিজ্ঞান ৩৮টি, ভ্রমণ ৬৯টি, ইতিহাস ৪১টি, রাজনীতি ১৭টি, চিকিৎসা/স্বাস্থ্য বিষয়ক ২৮টি, কম্পিউটার বিষয়ক ৬টি, রম্য/ধাঁধার বই ১৭টি, ধর্মীয় ১০টি, অনুবাদ ১৮টি, অভিধান ২টি, সায়েন্স ফিকশন/ গোয়েন্দা ৩৪টি ও অন্যান্য ৪৬৬টি বই বেরিয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।