ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় বাংলা একাডেমির নতুন ৯৭ বই

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
মেলায় বাংলা একাডেমির নতুন ৯৭ বই বইমেলায় বাংলা একাডেমির স্টল। ছবি: বাদল/বাংলানিউজ

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি ৯৭টি নতুন বই প্রকাশ করছে। একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের বইমেলায় বাংলা একাডেমির প্রকাশিত বইগুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’, গোলাম মুস্তফার সম্পাদনায় ‘বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ: আবদুল হক’, সিরাজুল ইসলাম চৌধুরীর সম্পাদনায় ‘সংস্কৃতি কথা: মোতাহের হোসেন চৌধুরী’, হায়াৎ মামুদের সম্পাদনায় ‘কালের পুতুল: বুদ্ধদেব বসু’, মোহাম্মদ আবদুল কাইউমের সম্পাদনায় ‘মানব মুকুট: এয়াকুব আলী চৌধুরী’।

রয়েছে- সাইফুল ইসলাম সেকুলের ‘বাংলার রাজনীতি ও জিল্লুর রহমান’, সৈয়দ মোহাম্মদ শাহেদের ‘সন্তোষ গুপ্ত’, মোরশেদ শফিউল হাসানের ‘নাইবউদ্দিন আহমদ’, তপন পালিতের ‘মানবতাবিরোধী অপরাধ বিচার আন্দোলন (১৯৭১-২০১৩)’ মোহাম্মদ আলীর ‘মুসলিম লিপিকলা’, কাজী মো. মোস্তাফিজুর রহমানের ‘পুঠিয়ার রাজবংশ: ইতিহাস ও স্থাপত্য’, মোস্তাক আহমাদ দীনের ‘কাজী আবদুল ওদুদের মনোবিশ্ব’, আবু ইসহাকের ‘সূর্যদীঘল বাড়ী’ উল্লেখযোগ্য।

এছাড়া বাংলা একাডেমি: ফোকলোর সংগ্রহমালা  ১১৫ থেকে ১৩৪ বই বের করা হচ্ছে।  

আরও বেশ কিছু সম্পাদিতসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রকাশ করেছে বাংলা একাডেমি। পুনঃমুদ্রণ করা হচ্ছে বিভিন্ন সময়ে প্রকাশিত ৪৩টি বই। ২৫ শতাংশ ছাড়ে বইগুলো বাংলা একাডেমির স্টল থেকে কিনতে পারবেন পাঠকরা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এইচএমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।