ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় আবু রেজার ৪ শিশুতোষ বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বইমেলায় আবু রেজার ৪ শিশুতোষ বই বইমেলায় আবু রেজার ৪ বই

ঢাকা: বইমেলায় পাওয়া যাচ্ছে শিশু সাহিত্যিক আবু রেজার শিশুতোষ চারটি। বইগুলো হলো- ভূতের আড্ডা, বানরবউ, ব্যাঙ ও বাদুড় এবং দি ব্যাট অ্যান্ড দি ফ্রগ। 

কালান্তর প্রকাশনী’র প্রকাশ করা বইগুলো মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশু চত্বরের ৫১১ ও ৫১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।  

শিশুদের মনস্তত্ত্ব ও মানসিক বিষয় মাথায় রেখে চার রঙা ঝকঝকে পাতায় বড়-বড় বর্ণে বইগুলো লেখা হয়েছে।

যা পড়ে শিশুরা আনন্দ পাবে এবং আরো বেশি বই পড়তে আগ্রহ দেখাবে বলে মনে করেন লেখক আবু রেজা।  

এ লেখক বলেন, দেশের শিশুসাহিত্য অবহেলিত। পর্যাপ্ত শিশুতোষ বই লেখা ও প্রকাশ হচ্ছে না। তাই শিশুদের জন্য সরকারি উদ্যোগে বই প্রকাশ করা উচিত।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।