ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘আমার পিঠে ৬৩টা দাগ রয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বইমেলায় ‘আমার পিঠে ৬৩টা দাগ রয়েছে’ ‘আমার পিঠে ৬৩টা দাগ রয়েছে’

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বরুণ রায়ের সাক্ষাৎকারভিত্তিক বই এসেছে এবারের একুশে গ্রন্থ‌মেলায়। নাম ‘আমার পিঠে ৬৩টা দাগ রয়েছে’।

তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার মুক্তির সংগ্রামের প্রায় প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা বরুণ রায়ের সাক্ষাৎকারের এ বইয়ে সংগ্রামী ইতিহাসের অনেক অজানা কথা উঠে এ‌সে‌ছে।  

বই‌টি রচনা করেছেন যৌথভাবে দৈ‌নিক কালের কণ্ঠ’র সাংবা‌দিক পার্থ সার‌থি দাস ও শামস শামীম।

 

লেখকদের ভাষ্যে, মুক্তিযুদ্ধের সময় যারা শরণার্থী শিবিরে মারা যেতেন তাদের দেশের ভেতরে সমাহিত করা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দেশ সুন্দরভাবে গড়ার চেষ্টা চালালেও তার সামনে বাধা, এমনকি ‘ওয়ান-ইলেভেনে’ ফখরুদ্দিন-মঈনুদ্দিনদের ভূমিকাসহ নানা রাজনৈতিক ও জাতীয় বিষয় নিয়ে বরুণ রায়ের বক্তব্য ও পর্যবেক্ষণ রয়েছে এ বইয়ে।  

এছাড়া, সরদার ফজলুল করিম, নেপাল নাগ, মনি সিংহ, শহিদুল্লাহ কায়সারসহ বিপ্লবী নেতাদের অজানা অনেক বিষয় নিয়েও খোলামেলা বক্তব্য রয়েছে বইটিতে।

এতে রয়েছে একই কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে রাজবন্দি হিসেবে বরুণ রায়ের স্মৃতিচারণও।

বইমেলার ৩০৮ নং নাগরী স্টলে পাওয়া যা‌চ্ছে ‘আমার পিঠে ৬৩টা দাগ রয়েছে’ বইটি।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।