ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

আরাফাত শাহরিয়ারের ‘হাতের মুঠোয় স্বপ্নের চাকরি’

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আরাফাত শাহরিয়ারের ‘হাতের মুঠোয় স্বপ্নের চাকরি’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আরাফাত শাহরিয়ারের ক্যারিয়ার বিষয়ক বই ‘হাতের মুঠোয় স্বপ্নের চাকরি’। চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা ৩০টিরও বেশি চাকরির বিশদ প্রস্তুতি ও দরকারি পরামর্শ নিয়ে বইটি সাজানো হয়েছে।

ক্যারিয়ার নিয়ে হরেক মানুষ হরেক রকমের স্বপ্ন দেখেন। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নে বুঁদ অনেকেই।

কেউ হতে চায় ব্যাংকার। পাইলট হয়ে আকাশে উড়ার স্বপ্নে বিভোর কেউ কেউ। কেবিন ক্রু বা এয়ার হোস্টেস হওয়াটাও অনেকের কাছে স্বপ্নের মতো। আবার নীল সমুদ্রের টানে অনেকে হতে চায় জাহাজের ক্যাপ্টেন, সাবমেরিনার কিংবা নাবিক। কারো এইম ইন লাইফ ডাক্তার হওয়া, কারো বা ইঞ্জিনিয়ার। কৃষি নিয়েও স্বপ্ন বুনছে কেউ। কারো ব্রত শিক্ষক হয়ে জ্ঞানের আলো ছড়ানো।

অনেকে স্বপ্ন দেখেন ন্যায়দণ্ডের কাণ্ডারি কিংবা নামজাদা উকিল হওয়ার। কেউ আবার সাংবাদিকতায় নাম লিখিয়ে উঠতে চায় খ্যাতির শীর্ষে। কেউ বা সাত-সমুদ্দুর পার হয়ে পাড়ি জমাতে চান ভিনদেশে। কারো বাসনা জাঁদরেল পুলিশ অফিসার হওয়া। সেনাবাহিনীতেও নাম লেখাতে চায় অনেকে; হতে চায় ক্যাপ্টেন, সেকেন্ড লেফটেন্যান্ট কিংবা সৈনিক। কারো কারো সংগতি নেই বেশি দূর পড়াশোনা চালিয়ে যাওয়ার, এসএসসির পর একটা চাকরি জোটাতে পারলেই তাদের স্বপ্নটা সত্যি হয়।

স্বপ্ন তো দেখে সবাই, সবার স্বপ্ন কি পূরণ হয়? স্বপ্নপূরণে চাই সঠিক দিকনির্দেশনা। চাকরি হচ্ছে না কিংবা অপছন্দের চাকরিতে থেকে পছন্দসই চাকরি খুঁজছেন, এমন দিগ্ভ্রষ্টদের ঠিক বাতিঘরের মতোই পথ দেখাবে আরাফাত শাহরিয়ারের ক্যারিয়ার বিষয়ক বই ‘হাতের মুঠোয় স্বপ্নের চাকরি’। এটি লেখকের প্রকাশিত ক্যারিয়ার বিষয়ক চতুর্থ বই। জুতসই চাকরি খুঁজছেন, এমন তরুণ-তরুণীদের জন্য দারুণ সহায়ক হবে বইটি। এর দিকনির্দেশনা মেনে ঠিকঠাক প্রস্তুতি নিলে হতে পারে ইচ্ছাপূরণ, হাতের মুঠোয় ধরা দিতে পারে স্বপ্নের চাকরি।

‘হাতের মুঠোয় স্বপ্নের চাকরি’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য'। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলায় ঐতিহ্যের স্টলে (প্যাভিলিয়ন ১৬) বইটি পাওয়া যাচ্ছে। ২৫ শতাংশ কমিশনে বইটির দাম ২২৫ টাকা।

'ঐতিহ্য' প্রকাশিত লেখকের আরো তিনটি ক্যারিয়ার বিষয়ক বই 'নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার' (২০০৮), 'চাকরিই আপনাকে খুঁজবে' (২০১০) ও 'ওপরে ওঠার সিঁড়ি' (২০১৪) পাওয়া যাচ্ছে বইমেলায়। ঘরে বসে রকমারি ডট কম থেকেও বইগুলো কেনা যাবে। এজন্য ভিজিট করতে হবে রকমারির ওয়েবসাইট (rokomari.com) অথবা ফোন করতে হবে ১৬২৯৭ বা ০১৫১৯৫২১৯৭১ নম্বরে।


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

ফেব্রুয়ারি ১৯, ২০১৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।