ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় লতিফুল ইসলামের 'দখল'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বইমেলায় লতিফুল ইসলামের 'দখল'

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর নতুন উপন্যাস ‘দখল’। গতবছর বইমেলার অন্যতম বেস্ট সেলার 'দারবিশ'- এর পর এটি লেখকের দ্বিতীয় উপন্যাস।

'দখল' মূলত পলিটিক্যাল থ্রিলার। যার কাহিনী গড়ে উঠেছে ঢাকার আন্ডার ওয়ার্ল্ড ও রাজনীতি নিয়ে।

চেনা ঢাকা শহরের ভেতরের এ এক অচেনা শহর।  

তবে সব কিছু ছাপিয়ে দখলের মূল উপজীব্য বিষয় মানুষের ভেতরের পশুত্ব আবার পশুত্ব থেকে মনুষ্যত্বকে বের করে আনা। যার দীক্ষা দিয়েছেন লেখক অন্যতম প্রধান চরিত্র গডফাদার ডেভিডের পরিবর্তনের মধ্য দিয়ে।

চমৎকার সংলাপ আর প্রতি মুহূর্তের উত্তেজনা নিয়েই মেলায় চলছে 'দখল'। 'দারবিশ' এর মতো 'দখল'-ও পাঠককে টেনে নেবে বলেই লেখকের বিশ্বাস।

বইটি প্রকাশ করেছে নালন্দা। প্রচ্ছদ এঁকেছেন হাসিব উজ্জামান। বইমেলায় পাওয়া যাচ্ছে ২২৫ টাকায়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।