ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় কুমের আলীর উপন্যাস ‘হৃদয়ের টানে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
মেলায় কুমের আলীর উপন্যাস ‘হৃদয়ের টানে’ ‘হৃদয়ের টানে’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

অমর একুশে গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কুমের আলীর ‍উপন্যাস ‘হৃদয়ের টানে’।

বইটি গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ছায়াবীথি প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। বইটি মূলত প্রেমনির্ভর।

 

এ নিয়ে লেখক কুমের আলী বলেন, ভালোবাসার মাধ্যমেই পৃথিবী সুন্দর করে গড়ে তোলা সম্ভব। তেমনি এক অকৃত্রিম ভালোবাসা নিয়ে লেখা ‘হৃদয়ের টানে’ উপন্যাস।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসলাম সানী, কবি ও গীতিকার আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী ও ঠাকুরগাঁও পঞ্চগড় সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা জাহান লিটা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।