ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

পাবনায় মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
পাবনায় মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী

পাবনা: পাবনায় ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী শুরু হয়েছে।

শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল খালেক।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আব্দুল মতীন খান প্রমুখ।

এবারের মেলায় মোট ৩৭টি স্টল বসেছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এদিকে, বইমেলার পাশাপাশি ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে চলছে পাঁচ দিনব্যাপী পুস্তক প্রদর্শনী। লাইব্রেরির সংগ্রহে থাকা কয়েকশত বছরের পুরনো বই এবং দুষ্প্রাপ্য পাতায় লেখা পাণ্ডলিপিসহ কালের সাক্ষী ৩০ হাজার বিভিন্ন বই প্রদর্শিত হচ্ছে এখানে। এখানে রয়েছে ২০০ বছর পুরনো তালপাতায় ও হস্তলিখন পাণ্ডলিপি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।