ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘জলপাই রঙের দিনরাত’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বইমেলায় ‘জলপাই রঙের দিনরাত’ ‘জলপাই রঙের দিনরাত’ এর প্রচ্ছদ ও হাবিবুল্লাহ ফাহাদ।

ঢাকা: এবারের একুশে বইমেলায় এসেছে হাবিবুল্লাহ ফাহাদের নতুন উপন্যাস ‘জলপাই রঙের দিনরাত’। ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে সময় প্রকাশন (প্যাভিলিয়ন-১২)। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। কমিশনে মূল্য ২৪০ টাকা।

‘জলপাই রঙের দিনরাত’ উপন্যাসে হাবিবুল্লাহ ফাহাদ গল্পের ছলে তুলে এনেছেন এক-এগারোর বদলে যাওয়া জাতীয় ও রাজনৈতিক জীবনের নানাদিক। একটি মধ্যবিত্ত পরিবারের টানাপড়েনের মধ্যদিয়ে ফুটে উঠেছে ওই সময়ের চালচিত্র।

 

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জামিল সাহেব। পেশায় ব্যবসায়ী। কিন্তু এক-এগারোর পর অকল্পনীয় প্রতিকূলতায় পড়তে হয় তাকে। ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। তার বড় মেয়ে তনু। শরীরে যার বাসা বেঁধেছে জটিল রোগ। ওদিকে জামিল সাহেবের বন্ধু ইরাদ আহমেদ সরকারি চাকুরে।  

দুদকের জালে বন্দি হওয়ার ভয়ে পালিয়ে বেড়ান। সেনাসমর্থিত সরকারের শাসনকালের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে উপস্থিত হয়েছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন। যার সঙ্গে জামিল সাহেবের দেখা হয়; কথা হয়। দুজনের আলাপে উঠে আসে দেশের তৎকালীন রাজনীতির চালচিত্র। ২০০৭ সালের ১১ জানুয়ারি বঙ্গভবন যা ঘটেছিল-তার বর্ণনা উঠে এসেছে আখ্যানের উল্লেখযোগ্য চরিত্র সাংবাদিক নাজমুল ইসলামের কলমে। সবমিলিয়ে ‘জলপাই রঙের দিনরাত’ পাঠককে হাত ধরে নিয়ে যাবে লেখকের তৈরি সুখপাঠ্যের শিল্পজগতে। বইটি অনলাইনেও বই পাওয়া যাবে।  

এ ছাড়া বইমেলায় হাবিবুল্লাহ ফাহাদের লেখা অন্যান্য বইগুলোও পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে- উপন্যাস ‘বসন্ত রোদন’ (পার্ল পাবলিকেশন্স), গল্পগ্রন্থ ‘দরজার ওপাশে ভোর’ (সময় প্রকাশন), ‘দানা মাঝির বউ’ (রোদেলা প্রকাশনী), প্রবন্ধগ্রন্থ ‘আমাদের বঙ্গবন্ধু’ (বিদ্যাপ্রকাশ), সেক্টর কমান্ডারদের সাক্ষাৎকার ‘তিনযোদ্ধার মুখোমুখি’ (বিদ্যাপ্রকাশ), কথাসাহিত্যিক স্বকৃত নোমানের সাক্ষাৎকার সংকলন ‘গহিনের দাগ’ (বিদ্যাপ্রকাশ)।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।