ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

অমর একুশে বইমেলায় সাঈদ আজাদের ২য় উপন্যাস ‘বিষণ্ন জোছনা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
অমর একুশে বইমেলায় সাঈদ আজাদের ২য় উপন্যাস ‘বিষণ্ন জোছনা’ ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: অমর একুশে বইমেলা ২০২০ এর উদ্বোধনী দিনেই স্টলে উঠেছে শব্দঘর-অন্যপ্রকাশ সেরা পাণ্ডুলিপি ২০১৮ বিজয়ী ঔপন্যাসিক সাঈদ আজাদের দ্বিতীয় উপন্যাস ‘বিষণ্ন জোছনা’। টিএসসি গেটের বিপরীতে বায়ান্ন প্রকাশনীর ৩৬৩নং স্টলে পাওয়া যাচ্ছে উপন্যাসটি।

ঔপন্যাসিক সাঈদ আজাদের ভাষায় ‘বিষণ্ন জোছনা’ হয়তো ভালোবাসার গল্প। হয়তো স্বার্থের গল্প।

হয়তো পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর উপাখ্যান।  

তার মতে, ভালোবাসা! অদেখা অমূল্য অনুভূতি। ভাগ্যবান সে, সত্যিকারের ভালোবাসা জীবনে যে পায়! মানুষ মাত্রই ভালোবাসার কাঙ্গাল। কেউ বুঝতে শেখার পর থেকে খুঁজতে থাকে ভালোবাসাকে। কেউ ভালোবাসা পেয়েও অবহেলায় এড়িয়ে যায়। কেউ বুকের মধ্যে প্রবল তৃষ্ণা নিয়ে প্রতীক্ষায় থাকে, কখন ভালোবাসা তার বুকের দরজায় কড়া নাড়বে।

ঠিক তেমনি ‘ বিষণ্ন জোছনা’র ম্লান আলোতে ভালোবাসার স্বরূপ খুঁজে বেড়ায় বায়জিদ। জামান। ভালোবাসার অপেক্ষায় দিন কাটে জোনাকির। সায়রার। আম্বিয়ার। তৌফিকের। তারা কি পায় তাদের আকাঙ্ক্ষিত সেই আস্বাদ?

বিষণ্ন জোছনা কয়েকজন অসুখী মানুষের গল্প। ভালোবাসা প্রত্যাশী মানব-মানবীর প্রতীক্ষার গল্প।

সামাজিক রোমান্টিক উপন্যাস বিষণ্ন জোছনার প্রচ্ছদ মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা।

প্রসঙ্গত, ঔপন্যাসিক সাঈদ আজাদের প্রথম উপন্যাস ‘অগ্নি প্রভাত’ পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়।  

ঔপন্যাসিক সাঈদ আজাদ ব্যক্তিগত জীবনে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বর্তমানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হিসেবে কর্মরত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।