ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

একুশে বইমেলায় লিপন মুস্তাফিজের ৩ বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
একুশে বইমেলায় লিপন মুস্তাফিজের ৩ বই ড. লিপন মুস্তাফিজ

ঢাকা: একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ব্যাংকার ও কবি ড. লিপন মুস্তাফিজের ৩টি বই। এবারের বই মেলা উপলক্ষে এ তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে দুটি কবিতা ও একটি ই-ব্যাংকিং বিষয়ক গ্রন্থ।

কবিতার বই নৈঋত ও ভালোবাসার মেঘ কেটেছে প্রকাশিত হয়েছে অর‍্যায়ন প্রকাশনী থেকে। এছাড়াও প্রকাশিত  হয়েছে ই-ব্যাংকিং সার্ভিসেস ইন বাংলাদেশ।

বই মেলার ৩৮২ ও ৩৮৩ নম্বর স্টলে এই বইগুলো পাওয়া যাবে।  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কবি লিপন মুস্তাফিজ। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি হিসেবে কর্মরত এ লেখক।  

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
টিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।