ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় জাফ্রিনা তুশিনের ‘ছড়ায় ছড়ায় প্রাণী চেনা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
বইমেলায় জাফ্রিনা তুশিনের ‘ছড়ায় ছড়ায় প্রাণী চেনা’

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার জাফ্রিনা তুশিনের শিশুতোষ ছড়ার বই ‘ছড়ায় ছড়ায় প্রাণী চেনা’। বইটি প্রকাশ করেছে ঘাসফড়িং প্রকাশন।

বইটি সম্পর্কে প্রকাশক শ্যামল কুমার দাস বাংলানিউজকে বলেন, ছড়াকার জাফ্রিনা তুশিন বর্তমানে ইংরেজি সাহিত্যের একজন মেধাবী শিক্ষার্থী। পড়ছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে।

তার লেখালেখির হাতেখড়ি অনেকটা উত্তরাধিকার সূত্রেই। সেই জায়গাটি থেকেই নেশা হিসেবে এই গ্রন্থটি লেখকের দ্বিতীয়।

তিনি বলেন, এর আগে লেখকের প্রথম গ্রন্থ ‘শেখার আছে ছড়ার কাছে’ প্রকাশিত হয়েছে। এছাড়া তুশিনের ছড়াগুলো পড়লেই বোঝা যায় যে, তিনি অতি অল্প বয়সেই দক্ষভাবে রপ্ত করছেন লেখালেখির শৈলী। আর লেখালেখি ছাড়া সাহিত্যসহ সংস্কৃতির অন্যান্য ধারায়ও এই লেখকের রয়েছে যথেষ্ট আগ্রহ।

সুন্দর ছড়ার সঙ্গে বিভিন্ন অলংকরণে সজ্জিত ‘ছড়ায় ছড়ায় প্রাণী চেনা’ বইটির অলংকরণ করেছেন প্রত্যাশা সিংহ বন্যা। আর বইটির মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।