ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পের বই ‘চড়ুই ও কুমড়ো লতা’

শিল্পসাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
বইমেলায় ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পের বই ‘চড়ুই ও কুমড়ো লতা’ ...

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পের বই ‘চড়ুই ও কুমড়ো লতা’।

চড়ুইটির ঠোঁট কেটে গেছে।

টপ টপ করে রক্ত পড়ছে। এজন্য ঠোঁট মাটির সঙ্গে চেপে ধরেছে। পায়ের পাতার নরম অংশ দিয়ে চেপে রেখেছে। তাও রক্ত বন্ধ হচ্ছে না। ভীষণ যন্ত্রণা হচ্ছে। কাটা জায়গাটা ব্যথায় টন টন করছে। চোখটাও কেমন জানি ব্যথা করছে। মাথাটা ভার হয়ে আসছে। রক্ত মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠোঁট গড়িয়ে গলার নিচের পাখনা ভিজে যাচ্ছে।

চড়ুই এখন কী করবে বুঝতে পারছে না। চড়ুই পাখিটির ঠোঁট কীভাবে কাটলো? কুমড়ো লতা কীভাবে পাখিটিকে সাহায্য করলো।

পাখিটির ঠোঁট থেকে কীভাবে রক্ত পড়া বন্ধ হলো-এ বিষয়টি নিয়েই এ গল্প। তবে শুধু একটি নয়। তিন তিনটি গল্প আছে ‘চড়ুই ও কুমড়ো লতা’ বইয়ে।  

সম্পূর্ণ রঙিন এ বইটি প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন এন কে অধিকারী। শিশু গ্রন্থকুটিরের ৬৫১-৬৫২ স্টলে পাওয়া যাচ্ছে বইটি। শুভেচ্ছা মূল্য ১৭৫ টাকা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।