ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় পন্নী নিয়োগীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সন্ধ্যামালতি’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
বইমেলায় পন্নী নিয়োগীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সন্ধ্যামালতি’ ...

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে পন্নী নিয়োগীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সন্ধ্যামালতি’। গ্রন্থের একটি গল্পের নাম সন্ধ্যামালতি।

যা রহস্যময় খুন আর প্রেমের কাহিনি নিয়ে। বইটির নামকরণ করা হয়েছে এ গল্পের নামে।

বইটিতে এছাড়াও বাবার ডায়ারি, রূপান্তর, শেষ আলিঙ্গন, স্বপ্ন এক্সপ্রেস, প্রেমলীলা, শাড়ি, গল্পের পেছনের গল্প, প্রবাসী বর, পণ্ডিত ও আনন্দাশ্রু নামের গল্প রয়েছে।  

বইটি মেলায় ৫ নম্বর প্যাভিলিয়ন অনিন্দ্য প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে।  

পন্নীর লেখালেখি শুরু ২০০৫ সাল থেকে। একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় জাতীয় দৈনিকে তার প্রথম লেখা ছাপা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখা শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে কাজ করছেন। গত বছর অমর একুশে বইমেলায় প্রকাশিত তার ‘অদৃশ্য শ্রোতা’ গল্পের বইটিও পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।