ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

রংপুরে শেষ হলো ৯ দিনব্যাপী বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
রংপুরে শেষ হলো ৯ দিনব্যাপী বইমেলা

রংপুর: আনন্দ পাই বই পড়ে, বইয়ের আলোয় মন ভরে- প্রতিপাদ্য নিয়ে  রংপুর  টাউন হল চত্বরে আয়োজিত ৯ দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে।  

শুক্রবার (১ লা এপ্রিল) বিকেলে মেলার সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আসিব আহসান। বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনজিল মুরাদ লাভলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অধ্যাপক মো. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাহিত্য গবেষক রেজাউল করিম মুকুল, সাইদুর রহমান সাইদ বক্তব্য দেন।

 সম্মিলিত লেখক সমাজ রংপুর আয়োজিত এ বইমেলায় ৭ জনকে সম্মাননা স্মারক ২০২২ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- লেখক সাহিত্যিক আবুল কাশেম, কবি ও লেখক বাশার ইবনে জহুর, লেখক সংগঠক কাজী মো. জুননুন, লেখক ছড়াকার গীতিকার মাহবুব রহমান, লেখক সংগঠক শাহ আল মারুফ, লেখক কথা সাহিত্যিক রানা মাসুদ, ছড়াকার কবি এস এম খলিল বাবু।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।