ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

২০০ ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে টিএমএসএস

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
২০০ ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে টিএমএসএস

ঢাকা: জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘টিএমএসএস’ তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার। পদের সংখ্যা: ২০০টি। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/ সমমান/ এমবিএ পাস করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।  

এ ছাড়াও সরকার অনুমোদিত ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্ন হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এ ক্ষেত্রে স্নাতক পাস হলেই চলবে।

প্রার্থীদের বয়সসীমা ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৩৬,৬৩০ টাকা। তবে শিক্ষানবিশকালে ২৫,৫৩০ টাকা করে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি, ২০২৩

আবেদন যেভাবে: আবেদন করতে হবে টিএমএসএসের অফিসে ডাকযোগে। আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।