ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

নিপোর্টের মৌখিক পরীক্ষা শুরু আজ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
নিপোর্টের মৌখিক পরীক্ষা শুরু আজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ক্যাশিয়ার (গ্রেড ২) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাশিয়ার (গ্রেড ২) পদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আজ রোববার (১২ মার্চ) থেকে শুরু।

রাজধানীর আজিমপুরে নিপোর্টের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে আগামী বুধবার পর্যন্ত। প্রথম দিন ২২ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। এরপর ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি ও তিন কপি রঙিন ছবিসহ সব সনদের ফটোকপি জমা দিতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।