ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বিমানের কেবিন ক্রু পদে চাকরি পেলেন ১০০ জন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বিমানের কেবিন ক্রু পদে চাকরি পেলেন ১০০ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ফ্লাইট স্টুয়ার্ডেস বা কেবিন ক্রু পদে ১০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।



বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস পদের আইকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ প্রার্থীর রোল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগসংক্রান্ত পরবর্তী কাজের জন্য বিমানের এপিপি শাখা থেকে যোগাযোগ করা হবে।

ফ্লাইট স্টুয়ার্ডেস পদে যাঁরা নিয়োগ পেলেন, তাঁদের বেতন স্কেল হবে ১৫,৯০০ থেকে ৩৮,৪০০ টাকা। সঙ্গে উৎসবভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা রয়েছে।

এ ছাড়া দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধাও পাওয়া যাবে। উন্নত চিকিৎসা সুবিধা ও পোশাক ভাতাও রয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।