ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

‘বারাকা আলোকিত শিশু প্রকল্পের শিশু দিবস উদযাপন’

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
‘বারাকা আলোকিত শিশু প্রকল্পের শিশু দিবস উদযাপন’

বাবুবাজারের বারাকা ছেলে ও মেয়ে পথশিশু দিবা এবং রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে ৮৭ জন শিশু ‘জাতীয় শিশু দিবস’ উদযাপন করেছে।

‘স্মার্ট বাংলাদেশ স্বপ্নে বঙ্গবন্ধু জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ - প্রতিপাদ্যে এ দিবস আয়োজিত হয়।

অনুষ্ঠানে আলোচনায় মিসেস লিভা লিউনী রোজারিও (মাঠ কর্মকর্তা) বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শিশুদের নিয়ে স্বপ্ন দেখেতেন। সোনার দেশের শিশুরা শিক্ষা গ্রহণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে তারাই হয়ে উঠবে এদেশের কর্ণধার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই পথশিশুরা পিছিয়ে না পড়ে দেশের নাগরিক হিসাবে স্মার্ট জনগোষ্ঠীর আওতায় নাগরিকত্ব, শিক্ষা ও গুণাবলি
সস্পন্ন হিসেবে গড়ে উঠতে পারে সেই উদ্দেশ্যে সকলকে একত্রে কাজ করতে হবে।

শিশু দিবেসের নানা আয়োজনের মধ্যে ছিলো নাচ, গান, কবিতা আবৃত্তি এবং শিশুদের নিয়ে কেক কাটা অনুষ্ঠান।

উপস্থিত সকল শিশুর সক্রিয় অংশগ্রহণ ও আনন্দ উল্লাসে দিনটি মুখরিত হয়ে ওঠে।

পরিশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পরিসমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।