ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ব্যাটালিয়ন আনসারে ৫০০ কর্মী নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ব্যাটালিয়ন আনসারে ৫০০ কর্মী নিয়োগ

ঢাকা: ব্যাটালিয়ন আনসার পদে ৫০০ জন নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এসব পদে কেবল পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এরপর প্রাথমিক বাছাইয়ের জন্য নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত থাকতে হবে।

জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

৫০০ কর্মী দরকার ব্যাটালিয়ন আনসারে শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে (৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী)।  

শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি।

তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি; তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। সব প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি লাগবে ৬/৬। তবে কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে বাছাইয়ে নির্বাচন করা হবে না।

অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার-ভিডিপি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।  

আবেদন যেভাবে: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (https://ansarvdp.gov.bd) ভিজিট করে ‘ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। অথবা সরাসরি এ লিংক থেকেও আবেদন করা যাবে: https://recruitment.bdansarerp.gov.bd।

অনলাইন নিবন্ধন ফি (২০০ টাকা) বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং ওই রেফারেন্স আইডি সংরক্ষণ করবেন।

পরবর্তী সময়ে প্রার্থীর আবেদনে উল্লেখ করা মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা দেওয়া হবে।

প্রার্থীরা অনলাইনে ওই রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র, আবেদনপত্র ও প্রয়োজনীয় সব সনদসহ উপস্থিত হবেন।  

বাছাই প্রক্রিয়া: প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে পুলিশ ভিআর সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র দেওয়া হবে।  

দরকারি কাগজপত্র: বাছাই পরীক্ষার দিন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি, ৬ (ছয়) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদ, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত, প্রার্থী অবিবাহিত মর্মে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম ও পেনসিল সঙ্গে আনতে হবে।  

প্রশিক্ষণ, বেতন ও সুযোগ-সুবিধা: চূড়ান্তভাবে নির্বাচিতদের আনসার ভিডিপি একাডেমিতে (সফিপুর, গাজীপুর) ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ অংশ নিতে হবে। প্রশিক্ষণে চলাকালে দৈনিক ভাতা ১৫০ টাকা। চাকরিকালীন সমতল এলাকায় দৈনিক ভাতা ৫১৬.৬৬ টাকা ও পাহাড়ি এলাকায় ৫৩৩.৩৩ টাকা। এর সঙ্গে দৈনিক খোরাকি ভাতা, রেশন ভাতা, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা ও ধোলাই ভাতা যুক্ত হবে।  

এছাড়া ১০ হাজার টাকা করে বছরে দুটি উৎসব ভাতা এবং ৫ বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতিবছর চাকরিকালের জন্য দুই মাসের সমপরিমাণ ভাতা (দৈনিক/খোরাকি ভাতা) হিসেবে সর্বোচ্চ ১২ মাসের দৈনিক ভাতা গ্র্যাচুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন।

নিয়োগ পাওয়া ব্যাটালিয়ন আনসার সদস্যদের ছয় বছর সন্তোষজনক চাকরি শেষে স্থায়ী করা হবে।  

♦ নিয়োগ বিজ্ঞপ্তি : https://ansarvdp.gov.bd

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।