ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

শুক্র ও শনিবার চাকরির যেসব পরীক্ষা স্থগিত

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
শুক্র ও শনিবার চাকরির যেসব পরীক্ষা স্থগিত ফাইল ছবি

ঢাকা: ২৮ অক্টোবর (শনিবার) রাজধানীর নয়াপল্টনের মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

 

তাই দিনটিকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে রাজনৈতিক অস্থিরতা। ওই দিন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

তবে ঢাকার উৎকণ্ঠাময় পরিস্থিতির জন্য ২৮ অক্টোবরের আগের দিন তথা শুক্রবারের চাকরির পরীক্ষাও স্থগিত করেছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো।  

পরীক্ষা দিতে এসে প্রার্থীরা কোনো ঝামেলায় পড়ুন, তা চান না প্রতিষ্ঠান কর্মকর্তারা। যে কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার ও শনিবার যেসব পরীক্ষা স্থগিত

ডাক বিভাগের ৮টি পরীক্ষা স্থগিত

ডাক বিভাগের অধীন পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের শনিবার অনুষ্ঠেয় আটটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতেই এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান পোস্টমাস্টার জেনারেলের এক কর্মকর্তা।

বিনার চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার অপারেটর পদে একজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, পিএ একজন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক মো. সাঈদুর রহমান খান জানিয়েছেন, ‘জনতা ব্যাংকের শুক্রবারের পরীক্ষাটি স্থগিত করা হয়নি। তবে শনিবারের সমন্বিত আট ব্যাংকের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনে যাদের পরীক্ষা ছিল, তা স্থগিত করে নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে। ’

এদিকে শুক্রবার  জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা হওয়ার কথা। এটি স্থগিতের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭৩। ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।