ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

শিপিং করপোরেশনে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
শিপিং করপোরেশনে চাকরি

বাংলাদেশ শিপিং করপোরেশনে দুই ক্যাটাগরির জনবল নিয়োগের আবেদনের শেষ সময় আগামী রোববার। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

•    ১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (জাহাজ মেরামত)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মোটর) এবং ওই সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৯ অক্টোবর সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
•    ২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক) এবং ওই সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৯ অক্টোবর সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা

•    আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিএসসির নিজস্ব অনলাইন জব পোর্টালের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের নিয়মাবলি, পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিএসসির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

•    আবেদন ফি
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
•    আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।