ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বেসামরিক ৩৯৮ পদে বিমানবাহিনীতে বড় নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
বেসামরিক ৩৯৮ পদে বিমানবাহিনীতে বড় নিয়োগ

বেসামরিক পদে ৩৯৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। পদের ধরন মোট ৬৭টি।

পদগুলো ১৩তম থেকে ২০তম গ্রেডের। আবেদন করতে হবে অনলাইনে চলতি মাসের ১৭ নভেম্বর বিকেল ৫টার পর্যন্ত। সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।  

পদের তালিকা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন

১. ধর্মীয় শিক্ষক-১টি, ২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর-৫টি, ৩. কম্পিউটার অপারেটর-৬টি, ৪. উচ্চমান করণিক-২টি, ৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৫টি, ৬. লাইব্রেরিয়ান-১টি, ৭. গবেষণাগার সহকারী-২টি ৮. নকশাকার (গ্রেড-৩)-৪টি, ৯. মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)-২১টি, ১০. মিস্ত্রি ক্লাস-১ (এয়ারফ্রেম ফিটার)-৪টি, ১১. মিস্ত্রি ক্লাস-১ (আর্মামেন্ট ফিটার)-২টি, ১২. মিস্ত্রি ক্লাস-১ (জেনারেল ফিটার)-৪টি, ১৩. মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার)-৬টি, ১৪. মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)-৭টি, ১৫. মিস্ত্রি ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার)-৪টি, ১৬. মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার)-১টি, ১৭. মিস্ত্রি ক্লাস-১ (ইনস্ট্রুমেন্ট ফিটার)-২টি, ১৮. মিস্ত্রি ক্লাস-১ (মেটাল ওয়ার্কার)-১টি, ১৯. মিস্ত্রি ক্লাস-১ (কার্পেন্টার)-২টি, ২০. মিস্ত্রি ক্লাস-১ (পেইন্টার)-৩টি, ২১. মিস্ত্রি ক্লাস-১ (ওয়েল্ডার)-২টি, ২২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৪টি, ২৩. স্টোরম্যান-৫টি, ২৪. মিডওয়াইফ-২টি, ২৫. ফায়ার ফাইটার-৫টি, ২৬. ডাটা এন্ট্রি অপারেটর-৫টি, ২৭. মিস্ত্রি ক্লাস-২ (জেনারেল মেকানিক)-২টি, ২৮. মিস্ত্রি ক্লাস-২ (ইঞ্জিন মেকানিক)-২টি, ২৯. মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)-২টি, ৩০. মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)-৩টি, ৩১. মিস্ত্রি ক্লাস-২ (পেইন্টার)-১টি, ৩২. মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার)-১টি, ৩৩. মিস্ত্রি ক্লাস-২ (ফেব্রিক ওয়ার্কার)-৩টি, ৩৪. মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার)-৩টি, ৩৫. ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক)-৪টি, ৩৬. ট্রেডসম্যান (আর্মামেন্ট মেকানিক)-৩টি, ৩৭. ট্রেডসম্যান (জেনারেল মেকানিক)-২টি, ৩৮. ট্রেডসম্যান (ইঞ্জিন মেকানিক)-৩টি, ৩৯. ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক)-৭টি, ৪০. ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট)-৭টি, ৪১. ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক)-১টি, ৪২. ট্রেডসম্যান (রাডার মেকানিক)-১টি, ৪৩. ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার)-৪টি, ৪৪. ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার)-৩টি, ৪৫. ট্রেডসম্যান (কার্পেন্টার)-৩টি, ৪৬. ট্রেডসম্যান (পেইন্টার)-৪টি, ৪৭. ট্রেডসম্যান (ওয়েল্ডার)-৪টি, ৪৮. ট্রেডসম্যান (ফেব্রিক ওয়ার্কার)-১টি, ৪৯. বেলুন মেকার-১টি, ৫০. মুয়াজ্জিন-১টি, ৫১. দাই-১টি, ৫২. অফিস সহায়ক-৪৫টি, ৫৩. লস্কর-২৯টি, ৫৪. লস্কর এয়ারক্রাফট-৫টি, ৫৫. মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার (এমটিজি)-১০টি, ৫৬. লস্কর বার্ডশ্যুটার-৪টি, ৫৭. লস্কর স্পোর্টস মার্কার-২টি, ৫৮. লস্কর ফায়ার ফাইটার-৭টি, ৫৯. লস্কর অ্যান্টিম্যালেরিয়া-২টি, ৬০. লস্কর ওয়ার্ড বয়-২টি, ৬১. বাবুর্চি-৩০টি, ৬২. মেসওয়েটার-১৩টি, ৬৩. ওয়াশার আপ-১১টি, ৬৪. মালী-৮টি,
৬৫. ওয়াচম্যান-৪টি, ৬৬. পরিচ্ছন্নতাকর্মী-১৮টি, ৬৭. আয়া-৩টি।

আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি: https://joinairforce-civ.baf.mil.bd

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।