ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ

এসএমই উদ্যোক্তা সৃষ্টি, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দেবে এসএমই ফাউন্ডেশন। চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা শহরে প্রশিক্ষণসমূহ আয়োজন করা হবে।

এ লক্ষ্যে সারাদেশের আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

যোগ্যতা ও বাছাই প্রক্রিয়া
প্রশিক্ষণে অংশ নিতে চাইলে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। আবেদনকারীদের মৌখিক সাক্ষতাকারের মাধ্যমে বাছাই করা হবে। অগ্রাধিকার পাবেন নারী উদ্যোক্তারা।

খরচাপাতি
প্রশিক্ষণ দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে রেজিস্ট্রেশনের জন্য ৫০০ টাকা ফি জমা দিতে হবে।  

আবেদনের সময়সীমা
এসএমই ফাউন্ডেশন অফিসের ৩য় তলায় এবং ফাউন্ডেশনের ওয়েবসাইটে (www.smef.org.bd) আবেদন ফরম পাওয়া যাবে। পূরণকৃত আবেদন ফরম সরাসরি জমা দেয়া যাবে অথবা ইমেইল করতে হবে abir@smef.org.bd, kimyea@smef.org.bd ঠিকানায়। আবেদন করতে হবে আগামী ৪ আগস্টের মধ্যে।  

বিস্তারিত দেখুন এসএমই ফাউন্ডেশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।