৯৬ জন সিপাহী নেবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্যতা
এসএসসি পাস বা স্বীকৃত ইনস্টিটিউট হতে সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ২০ অক্টোবর ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
শারীরিক ত্রুটিমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ৫০ কেজি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ৪৫ কেজি থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (railway.gov.bd) তে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে। পূরণকৃত ফরম অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে চীফ কমান্ড্যান্ট (পশ্চিম), রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, রাজশাহী ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২০ অক্টোবর ২০১৬
২১ সেপ্টেম্বরের ফিনানসিয়াল এক্সপ্রেসে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-