বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নকশাকেন্দ্র ১৩টি বিষয়ে দুই মাস মেয়াদী প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কোর্সগুলো হলো- বাটিক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ফ্যাশন ডিজাইন ও পোশাক তৈরি, কাপড়ের পুতুল, চামড়াজাত শিল্প, পাটজাত শিল্প, প্যাকেজিং শিল্প, বুনন শিল্প, উড ইনলে, মৃৎ শিল্প, বাঁশজাত শিল্প এবং নেট/ থাই ফ্লাওয়ার মেকিং।
চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালিত হবে। দুই মাস মেয়াদী প্রশিক্ষণে ২৪টি ক্লাস নেয়া হবে।
ফ্যাশন ডিজাইন ও পোশাক তৈরি কোর্স বাদে অন্য যেকোন বিষয়ে কোর্স ফি ৫০০ টাকা। ফ্যাশন ডিজাইন ও পোশাক তৈরি কোর্সে অংশগ্রহণের জন্য ৩,৭৫০ টাকা কোর্স ফি দিতে হবে।
ভর্তিচ্ছুকদের ৫০ টাকা মূল্যের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের ঠিকানা-
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নকশাকেন্দ্র,
১৩৭-১৩৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন : ০২-৯৫৫৩১১২।