ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ডিএনসিসিতে ৫০ জনের চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ডিএনসিসিতে ৫০ জনের চাকরির সুযোগ

পাঁচ পদে ৫০ জন দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 'কাজ করলে মজুরী না করলে নেই' ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হবে।

পাঁচ পদে ৫০ জন দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 'কাজ করলে মজুরী না করলে নেই' ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হবে।

অফিস সহায়ক কাম মার্কার পদে ৪০ জন; কুক, জমাদার, অর্ডারলি পদে ১ জন করে দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিক পদে ৭ জন নিয়োগ পাবেন।

অফিস সহায়ক কাম মার্কার, কুক, জমাদার এবং অর্ডারলি পদে আবেদনের জন্য কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। অগ্রাধিকার পাবেন সুন্দর হাতের লেখা ও কম্পিউটার জানা প্রার্থীরা। অদক্ষ শ্রমিক পদে এসএসসি হলেই আবেদন করা যাবে। সব পদে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ডিএনসিসির ওয়েবসাইটে www.dncc.gov.bd আবেদনপত্র পাওয়া যাবে। পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজসহ পাঠাতে হবে "সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ৮১ গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা" ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৪ নভেম্বর ২০১৬।

বিজ্ঞপ্তিটি দেখুন-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।