ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে ২৭০ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
মৎস্য অধিদপ্তরে ২৭০ জন নিয়োগ

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ II প্রজেক্টের (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংশে ক্ষেত্রসহকারী পদে ২৭০ জনকে নিয়োগ দেয়া হবে।

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ II প্রজেক্টের (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংশে ক্ষেত্রসহকারী পদে ২৭০ জনকে নিয়োগ দেয়া হবে।

পদটিতে আবেদনের জন্য জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে।

এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ পেতে হবে। অগ্রাধিকার পাবেন মৎস্য বিজ্ঞানে চার বছরের ডিপ্লোমাধারী প্রার্থীরা।

৪ জানুয়ারী ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল-২০১৫ এর ১৬তম গ্রেড অনুযায়ী সাকুল্যে বেতন পাবেন।

আগ্রহী প্রার্থীরা সরকারি চাকরির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পাঠাতে হবে 'পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অংশ, কক্ষ নং৪১৩, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপটেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০' ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৪ জানুয়ারী ২০১৭।

বিজ্ঞপ্তিতে দেখুন বিস্তারিত-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।