ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

এসআই নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআই নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন

ঢাকা: বাংলাদেশ পুলিশের ২০১৬ সালের বহিরাগত ক্যাডেট সহকারী উপ-পরিদর্শক (এসআই) নিরস্ত্র পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে পাঠানো জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ০২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টার পরিবর্তে একইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি ০৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং সাধারণ জ্ঞান ও পাটিগণিত ০৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টার পরিবর্তে একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।