ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

নারী কর্মী নিয়োগ দিচ্ছে লা মেরিডিয়ান ঢাকা

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
নারী কর্মী নিয়োগ দিচ্ছে লা মেরিডিয়ান ঢাকা লা মেরিডিয়ান ঢাকা

আতিথেয়তা খাতে নারীদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করে দিতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে লা মেরিডিয়ান ঢাকা।  যোগ্যদের সেলস অ্যান্ড মার্কেটিং, ফিন্যান্স, এইচআর, ফ্রন্ট ডেস্ক, হাউজকিপিং, এফ অ্যান্ড বি প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং এবং সিকিউরিটি বিভাগে নিয়োগ দেয়া হবে।

আর এই পদগুলোর জন্য আপনাকে স্নাতক পাশ হতে হবে। তাছাড়া, সুযোগ থাকছে ইন্টার্নশিপেরও।

আগামী ১৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগ্যতাসম্পন্ন যে কেউ এক কপি জীবনবৃত্তান্ত নিয়ে উন্মুক্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

লা মেরিডিয়ান ঢাকা'র মিটিং রুম-১ এবং মিটিং রুম-২ এ চলবে প্রাথমিক বাছাই প্রক্রিয়া।

লা মেরিডিয়ান ঢাকার ঠিকানা: ৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা ১২২৯।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।