ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ওয়ালটনে ২৮০জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওয়ালটনে ২৮০জন নিয়োগ

ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমে তিন পদে ২৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) পদে ১০০জন, টেকনিশিয়ান (এসি) পদে ৮০জন এবং ড্রাইভার পদে ১০০ জন।

আবেদনের যোগ্যতা:
টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) এবং টেকনিশিয়ান (এসি) পদের জন্য এসএসসি বা ভোকেশনাল বা রেফ্রিজারেশন অ্যান্ড এসি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবেন।

তবে অধিক অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

ড্রাইভার পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম:
প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে "অতিরিক্ত পরিচালক, পলিসি, এইচআরএম এন্ড এডমিন বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, আলম মঞ্জিল, ৩৩, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯" ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে jobs_wsms@waltonbd.com ঠিকানায়। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।