ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

চট্টগ্রাম বন্দরে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
চট্টগ্রাম বন্দরে নিয়োগ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষী পদে ৩৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ২৫ জন এবং সাধারণ কোটায় ৯ জন নিয়োগ পাবেন।

যোগ্যতা:
সাধারণ প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। তবে সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস হলেই চলবে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা ৬৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি, ওজন ৫২ কেজি এবং ২ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে সক্ষম হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি, ওজন ৪১ কেজি এবং ৩ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে সক্ষম হতে হবে। ৩০ এপ্রিল ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ ওয়েবসাইটে (jobscpa.org) দেয়া অনলাইন ফরম পূরণ করতে হবে। পরবর্তীতে অনলাইন আবেদনের প্রিন্টকপি, প্রয়োজনীয় কাগজপত্রসহ 'পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর, চট্টগ্রাম' বরাবর পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে দেখুন বিস্তারিত-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।