ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সপ্তাহের বাছাইকৃত চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সপ্তাহের বাছাইকৃত চাকরি

প্রিয় পাঠক, প্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর আপনাদের হাতের নাগালে পৌঁছে দিচ্ছে বাংলানিউজ ক্যারিয়ার বিভাগ। সপ্তাহ জুড়ে প্রকাশিত সব চাকরির খবর একসাথে আপনাকে জানাতে আমাদের বিশেষ আয়োজন : সপ্তাহের বাছাইকৃত চাকরি

কম্পিউটার কাউন্সিলে নিয়োগ:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন 'উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ' শীর্ষক প্রকল্পে ছয় পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে পদগুলোতে আবেদন করতে পারবেন।

বিস্তারিত

কারিগরি শিক্ষাবোর্ডে নিয়োগ:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি পদের বিপরীতে ১৯ জন নিয়োগ দেয়া হবে। পদগুলোতে আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। বিস্তারিত দেখুন

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩০জন নিয়োগ:
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৩জন, লাইব্রেরি সহকারী ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৪জন, একাউন্টেন্ট ক্লার্ক পদে ৩জন এবং সার্টিফিকেট সহকারী পদে ৪জনসহ পাঁচ পদে মোট ৩০জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। বিস্তারিত দেখুন

আইএফআইসি ব্যাংকে নিয়োগ:
ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ (লায়াবিলিটি) পদে কর্মকর্তা নিয়োগের জন্য অনলাইন জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত

সেলস এক্সিকিউটিভ নেবে প্রাণ গ্রুপ:
ঢাকা সিটিতে অবস্থিত বিভিন্ন আউটলেটের জন্য সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ। পদটিতে ফুলটাইম চাকরির পাশাপাশি স্নাতক অধ্যয়নরতরা পার্টটাইম চাকরিরও সুযোগ পাবেন। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে দেয়া নির্ধারিত তারিখে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগ পরীক্ষার সময়সূচী দেখুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ:
চারুকলা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ, আরবী বিভাগ এবং নৃবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে শিক্ষক নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিস্তারিত দেখুন

বিটিভিতে চাকরির সুযোগ:
বাংলাদেশ টেলিভিশন ছয় পদে ১৬জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র নির্দিষ্ট জেলার মুক্তিযোদ্ধা কোটার, এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। বিস্তারিত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সময়সূচী:
৮৫ তম ব্যাংকিং ডিপ্লোমা (জেএআইবিবি এবং ডিএআইবিবি) পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। আগামী ৯ ও ১৬ জুন এবং ৭ জুলাই ২০১৭ তারিখে ঢাকা মহানগরীসহ দেশের নির্ধারিত জেলা সদরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আগামী ১০ এপ্রিলের মধ্যে পরীক্ষার এন্ট্রি ফরম জমা দিতে হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত দেখুন

চট্টগ্রাম বন্দরে নিয়োগ:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষী পদে ৩৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ২৫ জন এবং সাধারণ কোটায় ৯ জন নিয়োগ পাবেন। এসএসসি পাস এবং নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকলে পদগুলোতে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল। বিজ্ঞপ্তিতে দেখুন বিস্তারিত

হেকেপ প্রকল্পে চাকরি:
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাস্তবায়নাধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পে (হেকেপ) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) এবং ডাটা এন্ট্রি টেকনিশিয়ান/ অপারেটর নিয়োগ দেয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত

মধুমতি ব্যাংকে নিয়োগ পরীক্ষার সময়সূচী:
প্রবেশনারি অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক লিমিটেড। আগামী ২১ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য যোগ্যদের তালিকা এবং  প্রবেশপত্র modhumotibankltd.com/career ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।