ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

খুলনায় শেষ হলো চাকরি মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
খুলনায় শেষ হলো চাকরি মেলা খুলনায় শেষ হলো চাকরি মেলা

খুলনা: খুলনায় শেষ হলো দু’দিনব্যাপী চাকরি মেলা। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে মহানগরীর ইউনাইডেট ক্লাবে চাকরি প্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এ মেলা শেষ হয়।

মহানগরীর ইউনাইডেট ক্লাবে বিডিজবস ডট কমের (www.bdjobs.com) উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

দু’দিনের এ মেলায় মোট ছয় হাজার ৮শ ৬১ জন কর্মক্ষম শিক্ষিত বেকার রেজিস্ট্রেশন করেন।

১৩ হাজারের বেশি জীবন-বৃত্তান্ত জমা দিলেও সরাসারি সাক্ষাৎকার করেন এক হাজার ১শ ৩৪ জন চাকরিপ্রত্যাশী।

মেলার সমন্বয়ক বিডিজবস’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, ওএমসি গ্রুপ, রেনাটা লিমিটেডসহ দেশি-বিদেশি ৩১টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে যেসব সিভি জমা পড়েছে তাদের মধ্য থেকে যোগ্যতা অনুসারে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমআরএম/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।