ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ঢাকা শিশু হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ঢাকা শিশু হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

সিনিয়র স্টাফ নার্স পদে ৭৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিশু হাসপাতাল। এর মধ্যে ৫০ জনকে অবিলম্বে নিয়োগ এবং ২৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হবে।

যোগ্যতা:
সিনিয়র স্টাফ নার্স পদে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর চার/ তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারী ডিগ্রি বা চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন:
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রতি মাসে ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম:
যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে ‘পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায়। আবেদন করা যাবে আগামী ৩০ মে দুপুর ২টার পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।