ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

আট ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
আট ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল  ..

ঢাকা: রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি)  সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, ৮ ব্যাংকের সমন্বিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ওইদিনের পরীক্ষা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

গত ১২ জানুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন রাজধানীর মিরপুরে শাহ আলী মহিলা কলেজে ৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর বসার পর্যাপ্ত জায়গা ছিল না।  

অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা ওইদিন কলেজটির জানালা-দরজা ভাঙচুর করে। বাধ্য হয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটি  ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করে ২০ জানুয়ারি শুধু ওই কেন্দ্রের পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।