ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্যারিয়ার

পায়রা বন্দরের নিয়োগ পরীক্ষা ২৩ মার্চ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
পায়রা বন্দরের নিয়োগ পরীক্ষা ২৩ মার্চ

নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এবং ষোড়শ গ্রেডের ১৭ পদের পরীক্ষা আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

ঢাকা শহরের ছয়টি কেন্দ্রে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অ্যাকাউনটেন্ট, জুনিয়র স্টাফ নার্স, ল্যান্ড সার্ভেয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী সাব ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর, লাইটিং মেকানিক, সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট, উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, তত্ত্বাবধায়ক, ব্যক্তিগত সহকারী এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা।

প্রার্থীরা পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন..

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।