ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্যারিয়ার

ফায়ার সার্ভিসে ৪৮০ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
ফায়ার সার্ভিসে ৪৮০ জন নিয়োগ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ছয় পদে ৪৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।

ষ্টেশন অফিসার পদে ৬২ জন, স্টাফ অফিসার ২৪ জন, জুনিয়র প্রশিক্ষক (ট্রেনিং কমপ্লেক্স) ১ জন, ফায়ারম্যান ৩৮৭ জন, ডুবুরি ১ জন এবং নার্সিং অ্যাটেনডেন্ট পদে ৫ জনকে নেওয়া হবে।

ষ্টেশন অফিসার, স্টাফ অফিসার এবং জুনিয়র প্রশিক্ষক (ট্রেনিং কমপ্লেক্স) পদে আবেদনের জন্য কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ১১০ পাউন্ড থাকা লাগবে। পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের মাসিক ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

ফায়ারম্যান, ডুবুরি এবং নার্সিং অ্যাটেনডেন্ট পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। শুধু পুরুষ প্রার্থীরাই পদগুলোতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুক ৩২ ইঞ্চি থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসিক ৮,৮০০/- ২১,৩১০/ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে fscd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।