ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্যারিয়ার

সেনাবাহিনীতে বেসামরিক চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
সেনাবাহিনীতে বেসামরিক চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীর নিম্নসংগঠনে ১৩ থেকে ২০তম গ্রেডের বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত-

ল্যাবরেটরী এ্যাসিসটেন্ট পদে ১ জন, ড্রাইভার/ এমটি ড্রাইভার ১০ জন, উচ্চমান করণিক ৩ জন, হিসাব রক্ষক ১ জন, অফিস করণিক ৩২ জন, ষ্টোরম্যান ১০ জন, ক্যাটালগার ২ জন, অফিস গুদামরক্ষক ১ জন, ড্রাফটসম্যান ১ জন, সুপারভাইজার ১ জন, হেড মেকানিক ১ জন, আন স্কীল্ড ম্যান (ইউএসএম)/ শ্রমিক ৫৩ জন, ইলেকট্রিশিয়ান ১ জন, ক্যামেরাম্যান ১ জন, ফায়ারম্যান ৩ জন, প্লান্ট অপারেটর ১ জন, মিল্ক রেকর্ডার ৩ জন, মেকানিক ১ জন, পাম্প অপারেটর ২ জন, গ্রাউন্ডসম্যান ১ জন, বয়লার অপারেটর ১ জন, ইনসেমিনেটর ১ জন, সহকারী সুপারভাইজার ৩ জন, ভেটেরিনারী ফিল্ড এসিসট্যান্ট (ভিএফএ) ৩ জন, ফায়ারক্রু ২ জন, বুক বাইন্ডার ১ জন, ফটোকপি অপারেটর ১ জন, ওয়েল্ডার ১ জন, পেইন্টার ২ জন, কার্পেন্টার ৬ জন, মেসওয়েটার ৪৬ জন, অফিস সহায়ক/ বার্তাবাহক ৩২ জন, বাবুর্চি (ইউঃ/মেস/হাসঃ) ২৯ জন, সহকারী বাবুর্চি ১৮ জন, আর্মোরার (এইচএস-১) ১ জন, এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর (এএমআই) ১ জন, নিরাপত্তা প্রহরী ২৮ জন, মালী ১২ জন, টেইলার ৩ জন, মেশন ১ জন, গোয়ালা ১২ জন, ব্রিক লেয়ার ১ জন, ওয়ার্ড বয় ২৬ জন, বারবার ৩ জন, ধুপী ৬ জন, আয়া ৭ জন, পরিচ্ছন্নতা কর্মী ৫৪ জন, ইকুইপমেন্ট এ্যান্ড বুট রিপেয়ারার  (ইএন্ডবিআর) ৪ জন, ফার্ম লেবার (বুলক কার্ট ড্রাইভার/ নিরাপত্তা প্রহরী) ২ জন এবং এক্সচেঞ্জ অপারেটর/ টেলিফোন অপারেটর পদে ৮ জন নিয়োগ পাবেন।

পদগুলোতে আবেদনের বিস্তারিত যোগ্যতা সেনাবাহিনীর ওয়েবসাইটে জানা যাবে।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ১৪ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।  

বিজ্ঞপ্তি দেখুন-


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।