ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সহকারী জজ নিয়োগে প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
সহকারী জজ নিয়োগে প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১২তম সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ ফলাফলে মোট ৫৭৩ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণরা এখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

শনিবার (৩০ জুন) পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে ২৯ জুন অনুষ্ঠিত ১২শ’ বিজেএস পরীক্ষা ২০১৮ এর প্রাথমিক পরীক্ষায় ৫৭৩ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।