এ ফলাফলে মোট ৫৭৩ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণরা এখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
শনিবার (৩০ জুন) পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে ২৯ জুন অনুষ্ঠিত ১২শ’ বিজেএস পরীক্ষা ২০১৮ এর প্রাথমিক পরীক্ষায় ৫৭৩ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
ইএস/আরবি/