ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ৫১ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ৫১ জন নিয়োগ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ধরনের পদে ৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রকল্প ব্যবস্থাপক (বাস্তবায়ন, প্রশিক্ষণ, সমন্বয় ও সেক্টোরাল সাপোর্ট) পদে একজন, প্রকল্প ব্যবস্থাপক (পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন, ডকুমেন্টেশন ও রিপোর্টিং) একজন, হিসাবরক্ষণ কর্মকর্তা একজন, কর্মসূচী সমন্বয়ক (প্রশাসন, মানবসম্পদ) একজন, কর্মসূচী সমন্বয়ক (লজিস্টিকস ও ক্রয়)  একজন, কর্মসূচী সমন্বয়ক (পরিকল্পনা) একজন, কর্মসূচী সমন্বয়ক (স্বাস্থ্য ও পুষ্টি) একজন, কর্মসূচী সমন্বয়ক (ওয়াশ, সিফরডি ও শিশু সুরক্ষা) একজন, কর্মসূচী সমন্বয়ক (শিক্ষা এবং আবাসিক বিদ্যালয়) একজন, কর্মসূচী সমন্বয়ক (প্রশিক্ষণ) একজন, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক দুইজন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক দশজন, ডাটা এন্ট্রি অপারেটর একজন, কম্পিউটার অপারেটর দুইজন, অডিটর একজন, হিসাব সহকারী একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নয়জন, বিল সহকারী একজন, ড্রাইভার চারজন, অফিস সহায়ক নয়জন এবং পাচক পদে একজন নিয়োগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জুলাইয়ের মধ্যে ‌'প্রকল্প পরিচালক, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন-

প্রিয় পাঠক,আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।