ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্যারিয়ার

বিটিসিএলের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
বিটিসিএলের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিটিসিএলের মহাব্যবস্থাপক (নিয়োগ ও প্রশিক্ষণ) কমলেশ বিশ্বাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিটিসিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কোটাধারীদের কোটা প্রমাণের প্রয়োজনীয় সনদপত্র, সিটি কর্পোরেশন/ পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া নাগরিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।